|| ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি
ফেনী জেলার শ্রেষ্ঠ ওসি ছাগলনাইয়া থানার হাসান ইমাম
প্রকাশের তারিখঃ ২৬ জুন, ২০২৪
কর্মদক্ষতা ও উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য ফেনী জেলায় শ্রেষ্ঠ ওসি মনোনীত হয়েছেন ছাগলনাইয়া থানার ওসি হাসান ইমাম। বুধবার সকালে ফেনীর পুলিশ সুপার জাকির হাসান এর কার্যালয়ে এ পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেছেন।
ছাগলনাইয়া থানা আসার পর থেকে তৎপর রয়েছেন হাসান ইমাম। তার যোগদানের পর থেকে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক উন্নয়ন ঘটে। গত মাসে তিনি মাদক, বিভিন্ন মামলার আসামী আটক ও অবৈধ চোরাচালানের বিরুদ্ধে কঠিন অবস্থানে থেকে উপজেলাকে শান্তির রোল মডেলে রুপান্তর করেছেন। তিনি সকলের কাছে দোয়া কামনা চেয়েছেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.