|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
পাঁচবিবিতে পাট বীজ উৎপাদনকারী চাষীদের মাঝে ভাতা প্রদান
প্রকাশের তারিখঃ ২৬ জুন, ২০২৪
বঙ্গবন্ধুর সোনার দেশ,স্মার্ট পাট শিল্পের বাংলাদেশ", এই স্লোগানকে সামনে রেখে উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত) প্রকল্পের অধীন পাট চাষী প্রশিক্ষণ-২০২৪ শেষে ভাতা প্রদান অনুষ্ঠান আজ ২৬ জুন বুধবার দুপুরে পাঁচবিবি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর পাঁচবিবি শাখার আয়োজনে এ প্রশিক্ষণের সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা। পাট উন্নয়ন কর্মকর্তা সামছুল আলমের সঞ্চালনায় এতে অতিথি ছিলেন,বালিঘাটা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা নাজমুল হক ও পাট উন্নয়ন সহকারি কর্মকর্তা তরিকুল ইসলাম প্রমুখ। শেষে ২টি ব্যাচে ৭৫ জন করে মোট ১৫০ জন পাট ও পাট বীজ উৎপাদনকারী চাষীদের মাঝে প্রশিক্ষণ শেষে ভাতা প্রদান করা হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.