|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
পাঁচবিবিতে নাগরিক সমাজ সংগঠনের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত।।
প্রকাশের তারিখঃ ২৬ জুন, ২০২৪
জয়পুরহাটের পাঁচবিবিতে নারী অধিকার ও অন্তর্ভুক্তিমূলক সুশাসন শক্তিশালী করনে তরুণ সমাজ যুক্ত প্রকল্পের আওতায় উপজেলা নাগরিক সমাজ সংগঠনের দ্বি-মাসিক সভা-২০২৪ আজ বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভা প্রধান ছিলেন সিএসও সদস্য মোছাঃ কুরছিয়া বেগম। সিএসও সদস্য সাখাওয়াত হোসেনের উপস্থাপনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান সাবেকুন নাহার শিখা। তিনি বলেন,বর্তমানে নারী ও কিশোরীরা যৌন হয়রানির শিকার হচ্ছে। সকলের উচিত সচেতন হওয়া। আপনার মেয়েরা কোথায় যায় কার সঙ্গে মিশে সেদিকে লক্ষ্য রাখা। বক্তারা সোশ্যাল সেফটি নেট, যৌন হয়রানি প্রতিরোধ, পারিবারিক সহিংসতা ও মাদকের অপব্যবহার রোধে করণীয় বিষয়ক আলোচনা করেন। সার্বিক সহযোগিতায় ছিলেন ফিল্ড ফ্যাসিলিটেটর পলাশ চন্দ্র ও রোকসানা খাতুন। এ সভায় ২৬ জন সিএসও সদস্যসহ প্রায় ৩২ জন নাগরিক সমাজ সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.