|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
দেওয়া নেওয়া
প্রকাশের তারিখঃ ২৬ জুন, ২০২৪
দেওয়া নেওয়া
পবিত্র চক্রবর্তী
২৬/০৬/২০২৪
তমসা আসিয়া দিক ধরে এসে ঘিরে,
জীবন বেলার দীপ নেভে ধীরে ধীরে।
ধূসর গগন ভার,
মেঘে মেঘে অন্ধকার,
নিরুদ্দেশ যাত্রা মোর
কঠিন অপার,
কেমনে তরীব আমি ঘোর অন্ধকার।
খেলেছিনু কত খেলা মোহ মদে মেতে,
খেলাতে গেলো যে বেলা শত আনন্দেতে।
ভাবিনি খনিক তরে,
সঙ্গি ছিল সব পরে,
বিদায় বেলাতে কেহ
সাথী নাই পাশে,
আপনার স্বার্থ নিয়ে আছে সব আশে।
দারা সুত পরিবার নয় আপনার,
স্বার্থে পড়িলে আঘাত কেহ নাহি আর।
বেতন বিহীন কর্ম,
এ হয় কর্তব্য ধর্ম,
জীবন দিয়েও যদি
শত করে যাও,
কারো নাহি মেটে সাধ ভেবে তুমি চাও।
বিচিত্র সৃষ্টি জগত স্বার্থে স্বার্থে ভরা,
দেওয়া নেওয়া চলে শুধু ভাঙ্গা আর গড়া।
দেখিনু আসিয়া পাড়ে,
স্বার্থ নাহি পিছু ছাড়ে,
কেমনে তরীব আমি
পারাপারে এসে,
কড়ি হীন আজ আমি কাঙ্গালের বেশে!
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.