|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কুলিয়ারচরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা
প্রকাশের তারিখঃ ২৬ জুন, ২০২৪
কিশোরগঞ্জের কুলিয়ারচরে দুর্নীতি দমন কমিশন কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের আয়োজনে ও কুলিয়ারচর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সার্বিক ব্যবস্থাপনায় আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬জুন) দুপুরে উপজেলা অডিটরিয়ামে অনুষ্টিত আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আলম।
এ সময় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. ইদ্রিস মিয়া'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল আলম রাশিদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকীন মাশরুম খান, কিশোরগঞ্জ জেলা দুর্নীতি দমন কমিশন কার্যালয়ের সহকারী পরিচালক মাহথির মো. সামি, কুলিয়ারচর পৌরসভার মেয়র সৈয়দ হাসান সারওয়ার মহসিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল-মামুন, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ মো. সারোয়ার জাহান, উপজেলা প্রকৌশলী এস.আর.এম.জি কিবরিয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাসুদ রানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওমর ফরুক ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা।
বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, কুলিয়ারচর সরকারি কলেজের প্রভাষক মো. রফিকুল বাহার, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান, কুলিয়ারচর সরকারি কলেজের প্রভাষক মো. কামরুজ্জামান ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ জহির উদ্দিন জহির। টাইমপিকার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোজাম্মেল হক।
"ক' গ্রুপ- দুর্নীতি দমনে রাস্ট্রীয় আইন যথেষ্ট। 'খ' গ্রুপ- মূল্যবোধ দেশ প্রেমের অভাবেই দুর্নীতি বিস্তার ঘটে। বিজয়ী দল তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারই দূর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থায় মূখ্য ভূমিকা রাখতে পারে। এসব বিষয়ের উপর বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন কুলিয়ারচর সরকারী উচ্চ বিদ্যালয়, মুছা মিয়া উচ্চ বিদ্যালয়, ছয়সূতী ইউনিয়ন হাইস্কুল এন্ড কলেজ ও লক্ষ্মীপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বিতর্ক প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে লক্ষ্মীপুর দ্বিমুখী উচ্চবিদ্যালয় ও দ্বিতীয় স্থান অধিকার করে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
প্রতিযোগিতা শেষে বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.