|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
পাঁচবিবিতে আইসিভিজিভির ওয়ার্কশপ অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ২৫ জুন, ২০২৪
পাঁচবিবিতে ইনভেসমেন্ট কম্পোনেন্ট ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট (আইসিভিজিভি) প্রকল্পের আওতায় ওয়ার্কশপ আজ সোমবার বেলা ১১ টায় পাঁচবিবি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উপ পরিচালকের কার্যালয়, মহিলা বিষয়ক অধিদপ্তর জয়পুরহাটের আয়োজনে ও পাঁচবিবি উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ উপলক্ষে অনুষ্ঠিত ওয়ার্কশপে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা। মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, জয়পুরহাট-১ আসনের এমপি আলহাজ্ব এ্যাড:সামছুল আলম দুদু।
বিশেষ অতিথি ছিলেন,জয়পুরহাট জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক লাইলুন নাজমা বেগম,পাঁচবিবি উপজেলা পরিষদের চেয়ারম্যান সাবেকুন নাহার শিখা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন,
উপজেলা প্রকৌশলী আব্দুল কাইয়ুমসহ উপজেলার ৮টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ প্রমুখ। শেষে এই ওয়ার্কশপে অত্র উপজেলার ১৩৮১জন উপকারভূগীদের মাঝে ২ কোটি ৭৬ লক্ষ ২০ হাজার টাকা জিটুপির মাধ্যমে প্রদান করেন প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.