|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
একটি মানবিক আবেদন” (দীপ্ত) স্বাভাবিক জীবনে ফিরতে চায়
প্রকাশের তারিখঃ ২৪ জুন, ২০২৪
আজ থেকে পাঁচ বছর আগে, একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দীপ্ত নামের ছোট ভাইটির পা ভেঙ্গে যায়। পায়ের হাড়ে তিনটা ভাঙ্গা পরে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী পায়ের রিং বসানো হয়। রিং বসানোর দুই বছর পরে রিং খোলার কথা থাকলেও, পরিবার আর্থিক স্বচ্ছলতা না থাকায় চিকিৎসা সম্ভব হয়নি, আজ সাড়ে চার বছর হয়ে গেল কিন্তু এখনো রিং টি খুলতে পারলো না।যতদিন যাচ্ছে তার পায়ের অবস্থার অবনতি হচ্ছে, আর তার দরিদ্র পিতার পক্ষে তার চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। তাই আপনাদের সহৃদয় মানবিক আর্থিক সহযোগিতা কামনা করছি। আপনাদের সহযোগিতায় যেন সে স্বাভাবিক জীবনে ফিরতে পারে।
আপনারা যে যতটুকু পারেন দীপ্ত কে আর্থিক ভাবে সহায়তা করুন এবং সকলের কাছে দোয়া/আর্শিবাদ কামনা করি।
নাম- দীপ্ত চন্দ্র দাস
পিতার নাম - শ্যামল চন্দ্র দাস
মাতার নাম- জোসনা রানী দাস
গ্রাম- কুলশী (দোপা বাড়ি)
ডাকঘর- টামটা-৩৬২০
উপজেলা- শাহরাস্তি
জেলা- চাঁদপুর।
সাহায্য পাঠানোর জন্য:
Sonali Bank Limited
JIBON TORI JUBO FAUNDATION
Current Account (General)
A/c No: 1517202000501
Routing No: 200131995
বিকাশ/নগদ/রকেট (পার্সোনাল)
01716391830
বিঃদ্রঃ-
01849508726 এই নাম্বারে ফোন করে হোয়াটসঅ্যাপ/ইমুতে ভিডিও কলে দীপ্তের বর্তমান অবস্থা দেখতে পারবেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.