|| ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৮ই রজব, ১৪৪৬ হিজরি
ফরিদপুরে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
প্রকাশের তারিখঃ ২৩ জুন, ২০২৪
ফরিদপুরে নানা আয়োজন মধ্যে দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ রবিবার সকাল ৯ টায় শহরের আলিপুর হাসিবুল হাসান লাভলু সড়ক প্রঙ্গনে দলীয় কার্যালয়ে কেক কাটা,দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান,নীরবতাপালন,দোয়া,মোনাজাত,স্বেচ্ছায় রক্তদান, আলোচিত প্রদর্শনী ও বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধনের মাধ্যমে দিবসটি পালন করা হয়।
জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নিয়াজ জামান সজীবের সঞ্চালনায়
বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মিসেস ঝর্ণা হাসান,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ মোঃ ইশতিয়াক আরিফ পৌর মেয়র অমিতাভ বোষ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল আলম চৌধুরী,জেলা শ্রমিকলীগের সভাপতি গোলাম মোঃ নাছির, সহ জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
কর্মসূচি উদ্বোধন শেষে জেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেত্রবৃন্দ একে একে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করেন,পরে আলোচনা সভা, বর্ণিল শোভাযাত্রার আয়োজন করা হয়।
এছাড়া দিন ব্যাপী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ এবং দেশাত্মবোধক গান পরিবেশিত হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.