|| ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে শাবান, ১৪৪৬ হিজরি
ডিবির অভিযানে মৌলভীবাজার সদর থানা এলাকায় ২৫০ পিস ইয়াবাসহ আটক ২ জন ডিবির জালে
প্রকাশের তারিখঃ ২৩ জুন, ২০২৪
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার(ডিবি) বিশেষ অভিযানে মৌলভীবাজার সদর থানা এলাকা থেকে ২৫০ পিস ইয়াবাসহ জাকির আলী চৌধুরী (৩৩) এবং আবু তালহা (২৮) নামে দুইজনকে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে গত ২২জুন শুক্রবার রাতে এসআই ইফতেখার ইসলামের নেতৃত্বে ডিবির একটি দল মৌলভীবাজার সদর উপজেলার পাহাড় বর্ষিজোড়া এলাকার আটককৃত জাকির আলী চৌধুরী ওরফে মেন্টাল জাকিরের বাড়িতে অভিযান পরিচালনা করে।
এসময় ঘটনাস্থলে আটককৃত দুইজনকে তল্লাশি করে তাদের কাছ থেকে দুটি বায়ুনিরোধক পলিপ্যাকের ভেতর থেকে ১২৫ পিস করে মোট ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৭৫ হাজার টাকা।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম জানান, ''আটককৃত দুইজন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। এদের মধ্যে জাকির আলী চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৩ টি এবং তালহার বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে।
গোয়েন্দা শাখার দুজনের বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।''
গ্রেফতারকৃতরা হলেন ১। মোঃ জাকির আলী চৌধুরী ওরফে মেন্টাল জাকির (৩৩), পিতা- মৃত ফরিদ আলী চৌধুরী, সাং-পাহাড় বর্ষিজোড়া, থানা ও জেলা-মৌলভীবাজার।
২। আবু তালহা (২৮), পিতা- তরাজ মিয়া, সাং-ঘড়ুয়া, থানা+জেলা-মৌলভীবাজার।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.