|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে একটি বেসরকারি সংস্থা থেকে এক লাখের ঋণ পেতে ঘুষ লাগে
প্রকাশের তারিখঃ ২৩ জুন, ২০২৪
।ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে একটি বেসরকারি সংস্থা থেকে এক লাখের ঋণ পেতে ঘুষ লাগে ২ হাজার টাকা।
গত ১০ জুন সোমবার ওই সংস্থার মহাপরিচালক বরাবর এমন একটি অভিযোগ দায়ের করেন ওই শাখার সদস্য আঃ সালাম । অভিাযোগ থেকে জানা য়ায় বেসরকারি সংস্থা আরডিআরএস বাংলাদেশ এর উপজেলার লোহাগাড়া শাখার এক জন সদস্য আঃ সালাম। তিনি দীর্ঘ দিন ধরে আরডিআরএস বাংলাদেশ থেকে ঋণ গ্রহন করে তা নিয়মিত পরিষোধ করে। পূর্বের ঋণ পরিষোধ করে নতুন করে ঋণ গ্রহনের জন্য আবেদন করলে ওই সংস্থার মাঠকর্মী ব্যাবস্থাপক নন্দীতা রানী পালে সাথে দেখা করতে বলে। গত ৮ জুন শনিবার ব্যাবস্থাপকের সাথে দেখা করলে শাখা ব্যাবস্থাপক প্রতি লাক্ষে ২ হাজার টাকা করে ঘুষ দিতে হবে মর্মে জানায় অন্যাথায় ঋন আবেদন মঞ্জুর করিবেন না বলে জানান।এবং কি ঋণ গ্রহনের উৎকোচ প্রদান না করায় একাধিক সদস্যকে সংস্থাটির ওই শাখা থেকে বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগের বিষয়ে আরডিআরএস বাংলাদেশের লোহাগাড়া শাখা ব্যাবস্থাপক নন্দীতা রানী পালের সাথে কথা হলে তিনি বিষয়টি অস্বীকার করে বলেন অভিযোগকারী ও তিনার মায়ের নামে ঋণ রয়েছে তারা ঠিক মত ঋণ পরিশোধ না করতে পারায় আমারা নতুন ঋণ গ্রহনের আবেদ মঞ্জুর করিনি তাই তিনি আমার নামে এমন একটি মিথ্যা অভিযোগ করেছেন। অভিযোগ গ্রহনকারী বেসরকারি সংস্থা আরডিআরএস বাংলাদেশের প্রধান কার্যালয়ের কর্মকতা সাবরিনা জানান ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার লোহাগাড়া শাখার ব্যাবস্থাপকের বিরুদ্ধে একটি অভিাযোগ এসেছে অফিসে। অভিাযোগটি পেয়েছি অফিসিয়ালি ভাবে ব্যাবস্থা নেওয়া হবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.