|| ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
আশা
প্রকাশের তারিখঃ ২৩ জুন, ২০২৪
আশা
পবিত্র চক্রবর্তী
কনক কুঞ্জে পুঞ্জে পুঞ্জে
দীপ জ্বালায়ে দীপা,
মনোরমা মায়ামোহে
উত্তিষ্ট পায় রিপা।
লাজুক বর্ষা হর্ষে আঁকে
নয়নেতে অঞ্জন,
সলিল রণে কমল ফোটে
ভ্রমর করে গুঞ্জন।
অপটু কায় রমণ সোহাগ
বুঝে না অলি কায়,
মৃদু হাসি কমলে কয়
চল বিটপী ছায়।
অঞ্জলি ভরিয়া লহ
পূজারী অর্ঘ্য জল,
পিয়ে সরোবর সুধা
মিটায়ে মন ক্ষুধা
ধন্য কর হে প্রিয় মোরে -
দানিয়া পুণ্যফল!
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.