|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সীতাকুণ্ডে মৎস্য দপ্তরের অভিযানে চরঘেরা জালসহ কারেন্ট জাল জব্দ
প্রকাশের তারিখঃ ২২ জুন, ২০২৪
সামুদ্রিক মৎস্য আইন ২০২০ উপধারা (২) মোতাবেক সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন ও টেকসই আহরণ নিশ্চিত করতে গত ২০ মে থেকে ২৩ জুলাই মোট ৬৫ দিন সামুদ্রিক মাছ ও ক্রাশটাসিয়ান্স আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার। এই নিষেধাজ্ঞা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রামের সীতাকুণ্ডে সমুদ্রে যৌথ অভিযান পরিচালনা করে ৩০ হাজার মিটার চরঘেরা জালসহ ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে সীতাকুণ্ড উপজেলা মৎস্য দপ্তর। শনিবার (২২ জুন) উপজেলা মৎস্য দপ্তর এবং কোস্টগার্ডের যৌথ উদ্যোগে সন্দ্বীপ চ্যানেলের কুমিরা থেকে ভাটিয়ারী এলাকায় এ অভিযান পরিচালনা করে এই সব জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত জাল পুড়িয়ে নষ্ট করা হয়। এবিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামাল উদ্দিন চৌধুরী বলেন, সরকারের নিষেধাজ্ঞা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সমুদ্রে যৌথ অভিযান পরিচালনা করে ৩০ হাজার মিটার চরঘেরা জাল এবং ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জাল পুড়িয়ে নষ্ট করা হয়েছে। অভিযান পরিচালনায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ কোস্ট গার্ড, ভাটিয়ারীর কন্টিনজেন্ট কমান্ডার বাকী বিল্লাহ্, কুমিরা নৌ-পুলিশ ফাঁড়ির এস.আই বাচ্চু মিয়াসহ প্রমুখ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.