|| ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৮ই রমজান, ১৪৪৬ হিজরি
লক্ষ্মীপুরে নিখোঁজ স্কুলছাত্রী, সন্ধান মেলেনি ২১ দিনেও
প্রকাশের তারিখঃ ২২ জুন, ২০২৪
লক্ষ্মীপুর নিখোঁজ হওয়ার ২১ দিন পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি রায়পুর উপজেলার ক্যাম্পের হাট এসসি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী বৈশাখী
গত বৃহস্পতিবার (৩০মে) সকালে দক্ষিন চর আবাবিল ইউনিয়নের গাইয়ারচর নিজ গ্রাম থেকে স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি বৈশাখী
সকল স্থানে খোঁজাখুঁজি করার পর তাকে না পাওয়ায় পরদিন রায়পুর থানায় একটি হারানো ডায়েরি (জিডি) করেন নিখোঁজ ছাত্রীর বাবা অনু মজুমদার।
বৈশাখী বাবা অনু মজুমদার বলেন, রাজিব বাবু মুরগির খামার এক ছেলে কাজ করতো সে আমার মেয়েকে প্রেমের প্রলোভন দেখিয়ে বৃহস্পতিবার সকালে কোচিং ও স্কুলের উদ্দেশে বাড়ি থেকে বের হয় বৈশাখী। কোচিং শেষে তারা স্কুলের প্রথম ক্লাসও করেছিল। কিন্তু এরপর থেকেই তাকে আর খোঁজ পাওয়া যাচ্ছে না। পরে সহপাঠীদের কাছে জানতে পারি ওই দিন বৈশাখী স্কুলে এসেছিল। তবে কিছুক্ষণ পর তাকে আর দেখিনি তারা।
সহপাঠীরা মনে করছে, সে হয়তো চট্টগ্রামের
মুন্না সাথে প্রেম করতো মুন্না একটি মোবাইল সেট দিয়েছিল বৈশাখীকে হয়তো তার সাথে পালিয়ে গিয়েছিল
এরপর তার বন্ধু-বান্ধব, আত্মীয় স্বজন এবং বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান মেলেনি। তবে বৈশাখী বাবার দাবি তার মেয়েকে
মুন্না হয়তো প্রেমের প্রলোভন দেখিয়ে স্কুল থেকে উঠিয়ে নিয়ে গেছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক মজুমদার জানান, এ ঘটনায় বৈশাখীর বাবা একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। চট্টগ্রামের মুন্নার বিরুদ্ধে আমরা তদন্ত করছি, বৈশাখীকে উদ্ধার চেষ্টা চলছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.