|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নান্দাইলের উন্নয়ন কাজে সাংবাদিক সমাজের সহযোগিতা চেয়েছেন পরিকল্পনামন্ত্রী
প্রকাশের তারিখঃ ২২ জুন, ২০২৪
ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের সংসদ সদস্য নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী মেজর জেনারেল আবদুস সালাম (আরসিডিএস,পিএসসি অব.) নান্দাইল উপজেলার সার্বিক উন্নয়ন কাজে নান্দাইলে দায়িত্বরত সাংবাদিক সমাজের সহযোগিতা চেয়েছেন।
তিনি বলেন, আপনারা নান্দাইলের সন্তান। এর ভাল মন্দ দেখার আপনাদের দায়িত্ব রয়েছে। পরিকল্পনামন্ত্রী শুক্রবার ( ২১জুন) রাত ৮টায় থেকে ১১টা পর্যন্ত রসুলপুর নিজ গ্রামে নূরজাহান মহলে সাংবাদিকদের সাথে এক মত বিনিমিয় সভায় তিনি একথা বলেন। সভায় শুরুতেই মাননীয় মন্ত্রী মহোদয়কে নান্দাইল সাংবাদিক ঐক্য ফোরামের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন সাংবাদিক নেতৃবৃন্দ। মন্ত্রীর স্বাগতিক বক্তব্যের পর তিনি সাংবাদিকদের মতামত প্রদানের আহবান জানান। ঐক্য ফোরামের মুখপাত্র শামছ ই তাবরিজ রায়হানের সঞ্চালনায় সাংবাদিকরা উন্নয়ন সহ বিভিন্ন বিষয়ে প্রস্তাবনা উপস্থাপন করেন।
বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক এডভোকেট হাবিবুর রহমান ফকির, মোহাম্মদ এনামুল হক বাবুল, আজিজুর রহমান ভূইঁয়া বাবুল, হান্নান মাহমুদ, অধ্যাপক মাহবুবুর রহমান বাবুল, রমেশ কুমার পার্থ, সাইদুর রহমান ও সারওয়ার জাহান রাজিব। সাংবাদিক সমাজের বক্তব্যের পর মাননীয় পরিকল্পনামন্ত্রী অতীত থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন বিষয় তুলে ধরেন। তিনি নান্দাইলের উন্নয়ন কাজের একটি বিবরনী উপস্থাপনা করেন। উপজেলা সদরে একটি অডিটরিয়াম ভবন নিমার্ণ সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ন ব্রীজ নিমার্ণ, রাস্তাঘাট উন্নয়নের কথা তুলে ধরেন। বিশেষ করে জুয়া, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুর্নব্যক্ত করেন। নান্দাইলে শিক্ষা প্রতিষ্ঠানে কোন প্রকার নিয়োগ বাণিজ্যে করা যাবে না বলে কঠোর হুসিয়ারি উচ্চারণ করে সাংবাদিকদের তথ্য দিয়ে সহযোগিতা করার আহবান জানান।
তিনি আরও বলেন, আমি সকল সাংবাদিক যাতে এক ছাদের নীচে বসতে পারেন এর জন্য আমি ভবন নির্মাণ করে দিব। আপনারা জায়গা ঠিক করেন আর নান্দাইল সাংবাদিক ঐক্য ফোরামের জন্য গঠনতন্ত্র তৈরি করে সকল সাংবাদিকদের একটি কাঠামোতে আসতে হবে। সাম্প্রতিককালে “কাঠলিপাড়া আমজনতা” ফেসবুক আইডির এডমিন ফাহাদ নামে এক যুবক সাংবাদিক সমাজের বিরুদ্ধে মিছিল করানোর বিষয়টি সঠিক হয়নি বলে মন্তব্য করেন। এতে নান্দাইলের সুনাম নষ্ঠ হয়েছে বলে তিনি মনে করেন। উপজেলা নির্বাহী অফিসারের সাথে ঘটে যাওয়া বিষয়টি ভুলে গিয়ে প্রশাসনের সাথে মিলেমিশে কাজ করার আহবান জানান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী মহোদয়ের কন্যা তাঁর রাজনৈতিক বিশেষ সহকারী ওয়াহিদা হোসেন রূপা, একান্ত সচিব (উপসচিব) মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া, মন্ত্রীর গনসংযোগ কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা, এপিএস আবু নসর ভূইঁয়া মাসুক, নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান, যুবলীগের প্রস্তাবিত আহবায়ক আবু নাঈম ভূইঁয়া ফারুক সহ প্রমুখ নেতৃবৃন্দ। সভায় নান্দাইলের প্রেসক্লাব সমূহের পূর্ব তালিকাভূক্ত ৫২জন সাংবাদিক যোগদান করেন। মন্ত্রী মহোদয় হেটে হেটে সকল সাংবাদিকদের সাথে হাত মেলান ও পরিচিত হন। সভা শেষে মন্ত্রী মহোদয়ের সৌজন্যে সকলকে রাতের খাবারের আপ্যায়িত করেন। উল্লেখ্য, বাংলাদেশ স্বাধীন হবার পর এই প্রথম বারের মত নান্দাইলের জনগণ পূর্নাঙ্গ মন্ত্রী পেয়েছেন এবং তিনি প্রথম বারের মত সাংবাদিকদের সাথে প্রায় ৩ঘন্টা ব্যাপী সভা করেন। তিনি সকল সাংবাদিকদের মিলেমিশে নান্দাইলের উন্নয়নে শরীক হওয়ার আহবান জানান। তিনি আরও বলেন, নান্দাইলে সাংবাদিকদের আর কোন নতুন সংগঠন করার সুযোগ নাই। সবাইকে এক সাথে থাকতে হবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.