|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কিশোরগঞ্জে ঈদ পূর্ণ মিলনী ও উদ্যোক্তা মিটআপ অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ২২ জুন, ২০২৪
নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন, উদ্যোক্তা তৈরির কেন্দ্র কিশোরগঞ্জ জেলার উদ্যোক্তাদের ঈদ পূর্ণ মিলনী, মতবিনিময় ও ফিজিক্যাল মিটআপ- ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা টিম এর আয়োজনে উবাই পার্ক এ কুরআন তেলাওয়াত এর মাধ্যমে উক্ত অফলাইন মিটআপ এর কার্যক্রম শুরু হয়।
পরে স্বাগত বক্তব্য দেন কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মো: জাহিদ হাসান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র জেলা প্রতিনিধি মোঃ মোজাম্মেল হক, সিনিয়র জেলা প্রতিনিধি মোঃ জয়নাল আবেদীন, ট্রেইনার তরিকুল ইসলাম সাফায়েত। আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রতিনিধি আমিনুল ইসলাম, আজিজুল ইসলাম, হৃদয় সাহা, এবং ভলান্টিয়ার মো: সজিব খান, সুবর্ণা আক্তার, সেলিম সহ নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন এর আজীবন সদস্য বৃন্দ।
এ সময় শুভেচ্ছা বক্তব্য দেন সিনিয়র জেলা প্রতিনিধি মোঃ মোজাম্মেল হক, তিনি বলেন, অফলাইন ও অনলাইন মিটআপ, ট্রেনিং সেশনের আয়োজন করার উদ্দেশ্যই হলো উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি ও নিজেদের ব্যান্ডিং করা, নেটওয়ার্ক তৈরি করা, আশাকরি এই অফলাইন মিটআপ ও ট্রেনিং সেশন আপনাদের দক্ষতা উন্নয়নে বিরাট ভূমিকা রাখবে।
শুভেচ্ছা বক্তব্য শেষে ট্রেনিং সেশন, উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, ব্যান্ডিং ও নেটওয়ার্কিং বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন, ট্রেইনার তরিকুল ইসলাম সাফায়েত।
পরবর্তীতে বিনোদন ও বিভিন্ন কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং রেফেলড্র অনুষ্ঠিত হয়। পরে কুইজ প্রতিযোগিতা ও রেফেলড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রতিনিধি গন।
বিকেল সাড়ে ৫ টার সময় কেক কেটে ঈদ পূর্ণ মিলনী, মতবিনিময় ও ফিজিক্যাল মিটআপ- ২০২৪ উদযাপন করেন উদ্যোক্তারা।
উদযাপন শেষে সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা দেন সিনিয়র জেলা প্রতিনিধি মো: জয়নাল আবেদীন।জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ জেলা টিমের পক্ষ থেকে নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা জনাব ইকবাল বাহার জাহিদ এর প্রতি অসংখ্য কৃতজ্ঞতা জানান।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.