|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
সোনারগায়ে মোগরাপাড়া বাস স্ট্যান্ড থেকে বৈদ্যের বাজার ঘাট পর্যন্ত রাস্তার বেহাল দশা!
প্রকাশের তারিখঃ ২১ জুন, ২০২৪
!
সোনারগাঁ থানার মোগরাপাড়া বাস স্ট্যান্ড থেকে বৈদ্যের বাজার ঘাট পর্যন্ত রাস্তার বেহাল দশা!
এ বেহাল দশা রাস্তার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে যাচ্ছে! বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে থাকে, ভাঙ্গা রাস্তায় পানি জমে থাকলে কোথায় গর্ত আছে সেটা দেখা যায় না! যার ফলে এক্সিডেন্ট এর শিকার হয় অনেক গাড়ি, এতে করে গুরুতর আহত হয়ে অনেকে হাসপাতালে ভর্তি হন! বিশেষ করে এই রাস্তায় ইজিবাইক গুলো অনেক বেশি এক্সিডেন্ট করে! মোগরাপাড়া বাস স্ট্যান্ড থেকে বৈদ্যের বাজার ঘাট পর্যন্ত রাস্তাটি অনেক স্থানের গর্ত হয়ে গিয়েছে, আবার কিছু কিছু স্থানের রাস্তার পিচ্ সরে গিয়েছে! এ রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে! এ রাস্তা দিয়ে রয়েছে থানা এবং উপজেলা পরিষদ! রাস্তাটি মোগরাপাড়া বাস স্ট্যান্ড থেকে বৈদ্যের বাজার ঘাট পর্যন্ত, আবার উদ্যোবগঞ্জ থেকে বারদী আশ্রম পর্যন্ত প্রতিদিন অনেক অনেক মানুষের যাতায়াত! বর্তমানে রাস্তাটি চলাচলের জন্য ভয়ংকর হয়ে পড়ছে! যদিও রাস্তার মাঝখান দিয়ে কিছু কিছু ঢালাই করা হয়েছে, কিন্ত পুরো রাস্তা টি ঢালাই বা মেরামত না করার কারণে আরো বেশি দুর্ঘটনা শিকার হচ্ছে সাধারণ জনগণ! এই রাস্তাটি সোনারগাঁ বাসির জন্য অনেক গুরুত্বপূর্ণ! প্রায় চারটা ইউনিয়নের জনগণ এই রাস্তা দিয়ে যাতায়াত করে! এ রাস্তা দিয়ে যেতে হয় থানায়, উপজেলা পরিষদ, বৈদ্যের বাজার ঘাট ও লোকনাথ আশ্রম উৎসবে এই রাস্তা দিয়েই বিভিন্ন দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা যাতায়াত করে! অনেকবার এ রাস্তা নিয়ে নিউজ করার পরও স্থানীয় জনপ্রতিনিধি বিষয়টি আমলে নেয়নি! বর্তমানে জনসাধারণের জন্য রাস্তাটি বিপজ্জনক হয়ে পড়েছে! যোগাযোগের জন্য অন্যতম মাধ্যম হচ্ছে রাস্তা! জনসাধারণের দুঃখ দুর্দশা কথা চিন্তা করে রাস্তাটি পুনরায় মেরামত করার জোর দাবি জানাচ্ছে স্থানীয় জনসাধারণ! রাস্তাটি মেরামত করার জন্য জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করছি!
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.