|| ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি
দাকোপের কৈলাশগজ্ঞ মাধ্যমিক বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী
প্রকাশের তারিখঃ ২১ জুন, ২০২৪
স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান:
দাকোপ উপজেলার কৈলাশগজ্ঞ মাধ্যমিক
বিদ্যালয়ের এসএসসি ১৯৯৫ সালের ব্যাচের সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ জুন) দিনব্যাপী কৈলাশগজ্ঞ মাধ্যমিক উচ্চ বিদ্যালয় মিলনায়তনে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। সকালে সাবেক শিক্ষার্থীদের পদচারণে মুখরিত হয়ে ওঠে স্কুল মাঠ। ঐতিহ্যবাহী বিদ্যালয়ের ওই ব্যাচের পুনর্মিলনী উৎসবে সাবেক শিক্ষার্থীরা মেতে উঠেছিলেন আনন্দে, যেন খুঁজে পেয়েছিলেন নিজেদের শৈশব।,সবাইকে আবার একসঙ্গে পেয়ে যেন কর্মজীবনের সব ক্লান্তি দূর হয়ে গিয়েছিল সাবেক শিক্ষার্থীদের।
জাঁকজমকপূর্ণ এ আয়োজনে উদ্বোধন করেন কৈলাশগজ্ঞ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মানিক চন্দ্র ঢালী তিনি বলেন, পুনর্মিলনী অনুষ্ঠানে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে মেলাবন্ধন রচিত হয়। সুখ-দুঃখের স্মৃতি রোমন্থন করার সুযোগ ঘটে। এর মাধ্যমে পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় হয়।
এসময় উপস্হিত ছিলেন কৈলাশগজ্ঞ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস মন্ডল,সুজিত রায়,শিক্ষক বিমল কৃষ্ণ রায়,অনুপ মন্ডল,অবসর প্রাপ্ত শিক্ষক পতিরাম রায়,সাধুচরন মন্ডল,কল্যান রায়,কুমারেশ রায়,বিদেশ রায়,গৌরপদ মিস্ত্রী, রনজিত মন্ডল সহ ১৯৯৫ সালের ব্যচের সকল ছাত্র ছাত্রী বৃন্দ।সমগ্র অনুষ্ঠান টি পরিচালনা করেন স্বপন রায়।অনুষ্ঠান শেষে এক সাংসাকৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.