|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সংযুক্ত আরব আমিরাতে মদিনা রিলেশন ফোরামের “ঈদ পূণর্মিলণী ও “সালানা ওরছ মুবারক”সম্পন্ন
প্রকাশের তারিখঃ ১৯ জুন, ২০২৪
গতকাল ১৭মার্চ২০২৪ খ্রি:,সোমবার বাদে এশা হতে আবুধাবীস্থ ১০ নং মোসাফ্ফার ডায়মন্ড সিটি রেষ্টুরেন্টে মদিনা রিলেশন ফোরাম সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধিদের সমন্বয়ে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে "ঈদ পূণর্মিলণী, আওলাদে রাসুল(দরুদ) হাফেজক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (রাহঃ) ও না'য়েবে আলা হযরত ওস্তাযুল ওলামা মুফতি মুহাম্মদ ইদ্রিস রেজভী-বড় হুজুর (রাহঃ)এর "সালানা ওরছ মুবারক "সাবেক ইউ,পি সদস্য মুহাম্মদ ওসমান গণি মিয়াজীর সভাপতিত্বে সি-প্লাস টিভি ও বিটিভি চট্রগ্রাম কেন্দ্রের ইসলামী সংগীত শিল্পী শায়ের মুহাম্মদ এরশাদুজ্জামান বাবর এর পবিত্র কোরআন তেলাওয়াত,মানক্বাবাত ও শায়ের শাহরিয়ার মোরশেদের নাতে রাসুল(দরুদ) পরিবেশনের মাধ্যমে মুহাম্মদ তসলিম উদ্দীন মিয়াজী ও হারুন বাদশার যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মজলিশে শূরা সদস্য মাওলানা আব্দুল গফুর নোমানী ছাহেব।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- মদীনা রিলেশন ফোরাম' চরণদ্বীপের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি-মাওলানা আবুল কালাম রেজভী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে- গাউসিয়া কমিটি আবুধাবী কেন্দ্রীয় পরিষদের যুগ্ন সম্পাদক-মুহাম্মদ আবু তাহের,আঞ্জুমানে খোদ্দামূল মুসলেমীন, আবুধাবী কেন্দ্রীয় পরিষদের যুগ্ম- মহাসচিব আবু তাহের,আঞ্জুমানে খোদ্দামূল মুসলমীন,আবুধাবী কেন্দ্রীয় পরিষদের সহ অর্থ সচিব-আ,হ,ম ইব্রাহিম বাবর,আঞ্জুমানে খোদ্দামূল মুসলমীন,আবুধাবী কেন্দ্রীয় পরিষদের সহ-সমাজকল্যাণ সম্পাদক-জয়নুল আবেদীন,গাউসিয়া কমিটি আবুধাবী কেন্দ্রীয় পরিষদের দপ্তর সম্পাদক- আবু শাহেদ আরজু,আঞ্জুমানে খোদ্দামূল মুসলমীন,মোসাফ্ফা শাখার সভাপতি- সেলিম উদ্দীন,গাউসিয়া কমিটি শারজাহ্ শাখার সহ-সভাপতি- মুহাম্মদ আলম, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন-আঞ্জুমানে খোদ্দামূল মুসলমীন, মোসাফ্ফা শাখার সহ-সভাপতি, মাওলানা মুহাম্মদ আনিছুর রহমান।
এতে ফোরাম নেতৃবৃন্দ হতে বক্তব্য রাখেন যথাক্রমে-নুরুল হুূদা,অহিদুল আলম জাবেদ,শাহিন,ওয়াসিম,মামুন উদ্দীন,আরবান আলী,রুকন উদ্দীন ও আনোয়ার বাপ্পা প্রমুখ। বক্তারা বলেন প্রবাসে মদিনা রিলেশনের এর মাধ্যমে স্মরণ দ্বীপে অসহায় পরিবারে সহযোগিতা, গরিব মেয়েদের বিবাহ,অসুস্থ ব্যক্তির পরিষেবা এবং মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছেন। কালুরঘাটে নতুন সেতু নির্মাণের জোর দাবি ও দ্রুত বাস্তবায়নে সহযোগিতা, চরণদ্বীপ ইউনিয়নে প্রতিটি ওয়ার্ডে সহযোগিতার কথা উল্লেখ করেন।
মিলাদ-ক্বিয়াম,আখেরি মুনাজাত ও তাবারুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি করা হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.