|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
লাখ টাকার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ব্রাহ্মণবাড়িয়াকে হারিয়ে কুমিল্লা চ্যাম্পিয়ন
প্রকাশের তারিখঃ ১৯ জুন, ২০২৪
বৃহত্তর কুমিল্লা অঞ্চলের সর্ববৃহৎ ফুটবলাসর লাখ টাকার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ঐতিহাসিক লাউর ফতেহপুর খেলার মাঠে ফাইনাল খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হোমনা-মেঘনা আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল মজিদ। ফাইনাল খেলায় অংশগ্রহন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা অংকুরি ফুটবল একাদশ বনাম কুমিল্লা জেলার গাঙ্গেরকুট ফুটবল একাদশ।
লাখ টাকার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ব্যারিস্টার জাকির আহম্মদের পৃষ্ঠপোষকতায় এবারের ফাইনাল খেলাটিকে ঘিরে পুরো এলাকায় ছিলো ব্যাপক উৎসবমূখর পরিবেশ। এদিকে ফাইনাল খেলাটিকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়া সহ পাশ্ববর্তী কুমিল্লার ক্রিড়াপ্রেমী দর্শকদের মাঝেও ছিলো বাড়তি উন্মাদনা। যার ফলে বৈরী আবহাওয়ার মধ্যেও খেলা শুরুর নির্ধারিত সময়ের পূর্বেই প্রায় অর্ধ লক্ষাধিক দর্শকের উপস্থিতিতে মাঠের চারপাশ কানায় কানায় পূর্ণ হয়ে উঠে। এসময় গাছে ঝুলে, বিল্ডিংয়ের ছাদে বসেও বহু দর্শকদের খেলা উপভোগ করতে দেখা গেছে।
অত্র টুর্নামেন্টের সভাপতি ও সাবেক কৃতি ফুটবলার ফরহাদ হোসেনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৩ মুরাদনগর আসনের জাতীয় সংসদ সদস্য জাহাঙ্গীর আলম সরকার।
টুর্নামেন্টের সাধারন সম্পাদক আতিকুর রহমান ও প্রধান সমন্বয়কারী নজরুল ইসলামের সার্বিক তত্তাবধানে ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের ১নং যুগ্ন সাধারণ সম্পাদক এডভোকেট কাজী মোর্শেদ হোসেন কামাল, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক কায়সার হামিদ ও আশরাফ উদ্দিন চুন্নু, নবীনগর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক হাজী নাজমুল করিম, নবীনগর উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মাওলানা মেহেদী হাসান, মুরাদনগর উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান শাহিনূর রহমান শাহিন, হোমনা উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মুকবুল হোসেন পাঠান, ব্যারিস্টার মাহমুদ মোর্শেদ, ব্যারিস্টার আশরাফ রহমান, ব্যারিস্টার শান মোর্শেদ, ওসি মাহাবুব আলম, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও জাকির হোসেন, সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ্ আল মাসুম, ব্যাংক কর্মকর্তা শেখ সামছোদ্দোহা, অধ্যাপক মাহাবুবুল আলম সহ আরো বহু গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত সকল অতিথিরা এত সুন্দর একটি বড় ফুটবলাসরের আয়োজন করায় টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ব্যারিস্টার জাকির আহাম্মদের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে এই ধরনের টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই এ টুর্নামেন্টটিকে অব্যাহত রাখার জন্য ব্যারিস্টার জাকির আহাম্মদ সহ আয়োজকদের প্রতি আহবান জানান।
ফাইনাল খেলায় ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা অংকুরি ফুটবল একাদশকে ২-০ গোলে হারিয়ে কুমিল্লা জেলার গাঙ্গেরকুট ফুটবল একাদশ জয় লাভ করেন।
খেলায় ধারাভাষ্য প্রদান করেন এস এ বিল্পব, রাসেদুল আল আমিন রাসেল, এডভোকেট সফিকুল ইসলাম আকাশ ও জিসান ইসলাম। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন বাফুফের স্বীকৃতিপ্রাপ্ত রেফাফি আরিফুল হক মজুমদার, মিজানুর রহমান ও সাইফুল ইসলাম।
খেলা শেষে উপস্থিত অতিথিরা দুই দলের টিম ম্যানেজার ও অধিনায়কের হাতে নগদ প্রাইজমানি ও পুরষ্কার তুলে দেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.