|| ১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ১লা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ || ১৭ই জিলকদ, ১৪৪৬ হিজরি
পাঁচবিবি নাওডুবায় ফুটবল টুর্নামেন্টের সমাপণী
প্রকাশের তারিখঃ ১৯ জুন, ২০২৪
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউপির নাওডুবা প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টের সমাপণী অনুষ্ঠিত হয়। ঈদের পরদিন বিকালে নাওডুবা বয়েজ ক্লাবের আয়োজনে টুর্নামেন্টেটি শাইলট্টি রায়গ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি মোঃ আকরাম হোসেন তালুকদার সমাপণী খেলায় প্রধান অতিথি থেকে জয়-পরাজয় করা উভয় দলের খেলোয়ারদের হাতে পুরস্কার তুলে দেন। নির্ধারিত সময়ের মধ্যে একে অপরকে গোল দিতে না পারলে খেলা পরিচালনা রেফারী তাপস ট্রাইবেকারের নির্দেশ দেন। ট্রাইবেকারের মাধ্যমে জাহাঙ্গীর রাইজিং স্টার্স (৩-২) গোলে জিদান্স ওয়ারিয়র্স একাদ্বশকে পরাজিত করে ট্রপি জয়লাভ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ নেতা, সাংস্কৃতিক মোনা, ফুটবল পাগল ও ব্যংক কর্মকর্তা মোঃ রুহুল আমিন নাওডুবা বয়েজ ক্লাবের সভাপতি/সম্পাদক সহ সকল সদস্যরা। ৪টি ফুটবল দল টুর্নামেন্টে অংশ গ্রহন করে। খেলাটি দেখার জন্য অনেক দর্শক মাঠে উপস্থিত ছিল।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.