|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
পাঁচবিবিতে শিক্ষার্থী সমিতির উদ্যোগে গরিব মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
প্রকাশের তারিখঃ ১৯ জুন, ২০২৪
জয়পুরহাটের পাঁচবিবিতে শিক্ষার্থী সমিতির পক্ষ থেকে ১২ জন মেধাবী ও অসচ্ছল ছাত্র-ছাত্রীদের মাঝে অর্ধ লক্ষাধিক টাকার বৃত্তি প্রদান করা হয়েছে ।
এ-উপলক্ষ্যে আজ ১৯ জুন বুধবার দুপুরে দমদমা গ্রামস্থ শিক্ষার্থী সমিতির কার্যালয়ে শিক্ষার্থী সমিতি ফাউন্ডেশনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন,ফাউন্ডেশনের চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মোঃ রেজাউল হাসান। ফাউন্ডেশনের সদস্য সচিব মোঃ আজাদ আলীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন,সমিতির উপদেষ্টা ডঃ আজমল হোসেন,বিশিষ্ট ব্যাংকার নাজমুস সাদাত,সমিতির সভাপতি এ্যাড:মাহফিজুল সরকার,সাধারণ সম্পাদক আখের আওয়াল ও সাবেক ইভিপি মেহেদী হাসান প্রমুখ। বক্তারা বলেন,পাঁচবিবি শিক্ষার্থী সমিতি একটি অরাজনৈতিক জনকল্যাণমূলক প্রতিষ্ঠান। গত ৪০ বছর পূর্বে সমিতিটি প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময় ধারাবাহিকভাবে গরিব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের উচ্চতর ডিগ্রি অর্জনে সাহায্য-সহযোগিতাসহ নানা রকম জনকল্যাণমূলক কাজ করে আসছে। আগামীতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।শেষে পাঁচবিবি উপজেলার ১২জন উচ্চতর গরিব মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৩টি ক্যাটাগরিতে ৫০ হাজার টাকা বৃত্তি প্রদান করেন,ফাউন্ডেশনের চেয়ারম্যান রেজাউল হাসান,শিক্ষার্থী সমিতির সভাপতি মাহফিজুল সরকারসহ উপদেষ্টা বৃন্দ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.