|| ১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ১লা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ || ১৭ই জিলকদ, ১৪৪৬ হিজরি
সীতাকুণ্ডে পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার এক
প্রকাশের তারিখঃ ১৮ জুন, ২০২৪
চট্টগ্রামের সীতাকুণ্ডে গোপন তথ্যের ভিত্তিতে এক কেজি গাঁজাসহ এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৭ জুন) রাত ১১টার সময় উপজেলার ৫নং বাড়বকুণ্ড ইউনিয়নের ৫নং ওয়ার্ড দেলিপাড়াস্থ মোঃ শফির চা দোকানের দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর থেকে তাকে গ্রেপ্তার করে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ। আটককৃত আসামী হলেন, চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার বাড়বকুণ্ড ইউনিয়নের মাহমুদাবাদ এলাকার মোঃ শফিউল আলমের পুত্র মোঃ রবিউল হোসেন (৩৩)। এবিষয়ে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল উদ্দিন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বাড়বকুণ্ড ইউপিস্থ দেলিপাড়ার দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর থেকে এক মাদক কারবারীকে এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮, ৩৬(১) সারণির ১৯(ক) মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.