|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
রাজধানীতে কোরবানি দিতে গিয়ে ছুরিকাঘাতে আহত ১৪০ জনেরও বেশি
প্রকাশের তারিখঃ ১৭ জুন, ২০২৪
রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে কোরবানি দিতে গিয়ে অন্তত ১৪০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে এখন পর্যন্ত একজনকে মেডিক্যালে ভর্তি করা হয়েছে।
সোমবার (১৭ জুন) সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত সময়ে চিকিৎসা নিতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আসেন তারা। বেশিরভাগ রোগই কাটাছেঁড়ার।
বিষয়টি নিশ্চিত করেছেন জরুরি বিভাগের (ভারপ্রাপ্ত) আবাসিক সার্জন ডা. আমান। তিনি গণমাধ্যমকে জানান, কোরবানি দিতে গিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় আহত হওয়া ১৪০ জন ঢামেকে চিকিৎসা নিয়েছেন।
সবাইকে সেলাইয়ের পাশাপাশি প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। একজনের অবস্থা বেশি খারাপ থাকায় তাকে ভর্তি দেয়া হয়েছে।
হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, কোরবানি দিতে গিয়ে আহত হয়ে ১৪০ জন ঢামেকে চিকিৎসা নিতে এসেছিলেন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। একজন হাসপাতালে ভর্তি আছেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.