|| ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৮ই রমজান, ১৪৪৬ হিজরি
১৭ই জুন মোবারক হোসেন বাবুর ১ম মৃত্যু বার্ষিকী
প্রকাশের তারিখঃ ১৬ জুন, ২০২৪
গত বছর ১৭ই জনু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদ সমাবেশে যাওয়ার পথে, দুর্বৃত্তদের গুলির আঘাতে নিহত হন, ৭নং মোহনপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাহাদুরপুর গ্রামের যুবলীগ নেতা, মোবারক হোসেন (বাবু)। আগামীকাল ১৭ইজুন রোজ সোমবার তার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। নিহত বাবুর ছোট ভাই, যুবলীগ নেতা আমির হোসেন কালু বলেন, আমার ভাই একটি আওয়ামীগ এর নিবেদিত প্রান ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী কে হত্যার হুমকির বিরুদ্ধে প্রতিবাদ সভায় যোগদান করতে যাওয়ার পথে আমার ভাইকে গুলি করে হত্যা করা হয়। আমার ভাই এর হত্যাকারীদের ফাসি চাই ও দ্রুত বিচার কার্যকর করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আকুল আবেদন জানাই। তিনি আরো বলেন, আল্লাহ আমার ভাইকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন, এবং আমাদের পরিবারের সকলকে শোক সহ্য করার ধৈর্য দান করুন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.