|| ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি
চাঁদপুর শ্রম কল্যাণ কেন্দ্রের আয়োজনে এবং ‘বিজয়ীর’ সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ১৬ জুন, ২০২৪
চাঁদপুর শ্রম কল্যাণ কেন্দ্রের আয়োজনে এবং 'বিজয়ী নারী উন্নয়ন সংস্থার' সার্বিক সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
অদ্য ১৬ জুন, ২০২৪খ্রি.তারিখে 'শ্রম কল্যাণ কেন্দ্র,চাঁদপুর' এর আয়োজনে এবং 'বিজয়ী নারী উন্নয়ন সংস্থা' এর সার্বিক সহযোগিতায় অসহায় দরিদ্র মানুষ এবং শ্রমিক ও তাদের পরিবারবর্গের সদস্যদের জন্য দাস পাড়ার শিব মন্দিরে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। উক্ত মেডিকেল ক্যাম্পে অর্ধ শতাধিক রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন এবং তাদেরকে বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।
অর্ধশতাধিক রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন 'শ্রম কল্যাণ কেন্দ্র, চাঁদপুর' এর 'মেডিকেল অফিসার' এবং 'আয়ন-ব্যয়ন কর্মকর্তা' ডাঃ মেহেদী হাসান শুভ। এ সময় উপস্থিত ছিলেন 'বিজয়ী নারী উন্নয়ন সংস্থার' ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান, বিজয়ীর স্বপ্নদ্রষ্টা আশিক খান,দাস পাড়া শিব মন্দির কমিটির সভাপতি উত্তম কুমার দে, চাঁদপুর পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি নেপাল সাহা, শিব মন্দির কমিটির সদস্য রাজু, রাজিবসহ কমিটির সদস্যবৃন্দ, জাকির হোসেনসহ বিজয়ীর ভলেনটিয়ারবৃন্দ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.