|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
আরব আমিরাতে ঈদের জামাতের সময়সূচি ঘোষণা
প্রকাশের তারিখঃ ১৫ জুন, ২০২৪
আরব আমিরাত, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে আগামীকাল (১৬ জুন) পালিত হবে পবিত্র ঈদুল আজহা।
ঈদ উপলক্ষে ১৫ জুন থেকে ১৮ জুন চার দিনের ছুটি ঘোষণা করেছে আমিরাত সরকার। ঈদের ছুটি উপলক্ষে মওকুফ করা হয়েছে পার্কিং ও টোল ফি।
আমিরাতে বিভিন্ন স্টেইটের ঈদের নামাজের সময়সূচি ঘোষণা করা হয়েছে। আবুধাবীতে ৫টা ৫০ মিনিটে, দুবাইয়ে ৫টা ৪৫ মিনিটে, আল আইন, শারজাহ ও আজমানে ৫ টা ৪৪ মিনিটে, উম্মুল কুয়াইনে ৫ টা ৪৩ মিনিটে, রাস আল খাইমা ও ফুজাইরাতে ৫টা ৪১ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
ফজর নামাজের পরপরই মুসিল্লিরা ঈদগাহে অবস্থান নেবেন। বিভিন্ন দেশের প্রবাসী, নারী, পুরুষ ও শিশুরা মসজিদে ঈদের নামাজ আদায় করবেন।
উল্লেখ্য, জিলহজ মাসের ১০ তারিখে পবিত্র ঈদুল আজহা পালিত হয়। আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের জন্য দেওয়া হয় পশু কোরবানি। স্থানীয়দের পাশাপাশি গরু, ছাগল, উট, দুম্বা দিয়ে প্রবাসীরাও সাধ্যমতো পশু কোরবানি দেবেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.