|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক” এই প্রতিপাদ্যে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষ্যে সীতাকুণ্ডে আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ১৩ জুন, ২০২৪
স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক" এই প্রতিপাদ্যে ভূমি সেবা সপ্তাহ-২০২৪ উপলক্ষ্যে চট্টগ্রামের সীতাকুণ্ডে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) সকাল ১১টার সময় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে উক্ত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিনের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আরিফুল আলম চৌধুরী রাজু, উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম, সীতাকুণ্ড পৌরমেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী গোলাম মহিউদ্দিন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ তাহমিনা আরজু, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃৃন্দ এবং সেবাপ্রার্থীগণ। ভূমি সেবা সপ্তাহ-২০২৪ কে সামনে রেখে শিক্ষার্থীদের সচেতন করার লক্ষ্যে বিভিন্ন স্কুলে আয়োজিত সেমিনারের পাশাপাশি অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগীতা। সমাপনী অনুষ্ঠানে কুইজ প্রতিযোগীতায় অংশ গ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং ভূমি সেবা সপ্তাহ-২০২৪ কে সফল করতে বিশেষ অবদান রাখায় ইউনিয়ন ভূমি অফিস, ভাটিয়ারীকে বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.