|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
শপথ নিলেন ঈদগাঁও, চকোরিয়া ও পেকুয়ার নির্বাচিতরা
প্রকাশের তারিখঃ ১৩ জুন, ২০২৪
ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনের দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত ঈদগাঁও, চকরিয়া ও পেকুয়ায় উপজেলায় নির্বাচিতদের শপথ গ্রহণ আজ বুধবার অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম নগরীর আইস ফ্যাক্টরি রোডের প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) মিলনায়তনে দুপুর পৌনে দুইটাই এর কার্যক্রম শুরু হয়। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার অফিস এ শপথ অনুষ্ঠানের আয়োজন করে। বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম মোঃ তোফায়েল ইসলাম নির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার অফিসের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক পত্রে শপথ গ্রহণ অনুষ্ঠানের দিনক্ষণ নির্ধারণ করা হয়।
এতে ঈদগাঁও উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তালেব, ভাইস চেয়ারম্যান আহমদ করিম সিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান কাউসার জাহান জেসমিনসহ রামু, চকরিয়া ও পেকুয়া উপজেলায় নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঈদগাঁও উপজেলার ভাইস চেয়ারম্যান কাউসার জাহান। এদিকে নির্বাচিতদের নামে গত ২৯ মে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন প্রশাসন শাখা। গত ২১ মে ঈদগাঁও উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। বুধবার একই দিনে চট্টগ্রাম বিভাগের নয়টি জেলার বিভিন্ন উপজেলায় নির্বাচিতদের শপথ গ্রহণ করানো হয়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.