|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
মতলব উত্তরে মাসিক আইনশৃঙ্খলা সভা
প্রকাশের তারিখঃ ১৩ জুন, ২০২৪
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মাসিক আইনশৃঙ্খলা অনুষ্ঠিত হয়েছে। গতকসল বুধবার (১২জুন) দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে দেন- মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ মানিক।
তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষার্থে আমাদের সকলের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সবাই মিলিতভাবে চেষ্টা করলে সমাজ থেকে দুর্নীতি, চাঁদাবাজি, মাদক সেবন ও পাচারসহ সকল প্রকার অনৈতিক কাজ বন্ধ করা সম্ভব হবে। আইনশৃঙ্খলা স্বাভাবিকসহ মাদক, বাল্যবিয়ে, ইভটিজিং রোধে সবাইকে ভূমিকা রাখতে হবে।
তিনি আরো বলেন, আসন্ন ঈদুল আযহা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের সকলের সহযোগিতা প্রয়োজন। নৌ পথে চুরি ডাকতি রোধে নৌপুলিশ সর্তক থাকতে হবে। সরকার সর্বজনীন পেনশনের যে পদক্ষেপ হাতে নিয়েছে তা বাস্তবায়ন করা আমাদের দায়িত্ব। ভূমি ব্যবস্থাপনা আইন ভঙ্গ করে কেউ অবৈধ ড্রেজার দিয়ে মাটি কাটলে তাকে আইনের আওতায় আনতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে দেন- মতলব উত্তর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজুল হাসান রিয়াজ ও মহিলা ভাইস চেয়ারম্যান লাভলী চৌধুরী।
উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমার সভাপতিত্ত্বে আরো বক্তব্য রাখেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড হিল্লোল চাকমা, মোহনপুর নৌ ফাঁড়ির ইনচার্জ কামরুজ্জামান, গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান, এখলাছপুর ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম ঢালী মুন্না, সুলতানাবাদ ইউপি চেয়ারম্যান আবুবকর সিদ্দিক খোকন, ফরাজি কান্দি ইউপি চেয়ারম্যান ইন্জি. রেজাউল করিম, ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন সরকার মুকুল, আইনশৃঙ্খলা কমিটির সদস্য বাগানবাড়ি ইউপির সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নান্নু মিয়া, ষাটনল ইউপির সাবেক চেয়ারম্যান একেএম শরীফ উল্লাহ সরকার প্রমূখ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.