|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
চট্টগ্রাম উপকূলীয় বন বিভাগের আয়োজনে সুফল প্রকল্পের সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ১৩ জুন, ২০২৪
টেকসই বন ও জীবিকা উন্নয়ন (সুফল) প্রকল্পের অধীনে স্থানীয় পর্যায়ে এক্সপোজার ভিজিটের মাধ্যমে হাতে কলমে উপকূলীয় বন বিভাগ চট্টগ্রামের ৪৩টি এফসিভির সদস্যদের সাথে তিনদিন ব্যাপী মতবিনিময় সভা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম উপকূলীয় বন বিভাগের আয়োজনে বৃহস্পতিবার (১৩ জুন) সকাল ১০টার সময় কক্সবাজার উত্তর বন বিভাগ ঈদগাঁও রেঞ্জের আওতাধীন ভোমরিয়াঘোনা বিটে এই মতবিনিময় সভা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কক্সবাজার উত্তর বন বিভাগের ঈদগাঁও রেঞ্জ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন খান রনি 'র সভাপতিত্বে ও মহেশখালী রেঞ্জ কর্মকর্তা একে এম এনামুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উপকূলীয় বন বিভাগের সহকারী বন সংরক্ষক শেখ আবুল কালাম আজাদ। এ সময় প্রধান অতিথি 'র বক্তব্যে চট্টগ্রাম উপকূলীয় বন বিভাগের সহকারী বন সংরক্ষক বলেন, আমরা যে বিগত দু-তিন বছরে যা শিখেছি তা আজকে বলতে পেরেছি। আমাদের এফসিভির যাত্রা মাত্র দু-তিন বছর হয়েছে। এই দু-তিন বছরে আমরা অনেক কিছু শিখেছি। আপনাদের যদি সহযোগীতা থাকে তাহলে একদিন এই এফসিভি সারাদেশে অন্যান্য যে এনজিও সংস্থাগুলো আছে তাদের চেয়ে অনেক শক্তিশালী হবে। তাই আমাদের এফসিভিগুলো 'র কার্যক্রম স্বচল রাখতে হবে এবং বনকে রক্ষা করতে হবে। আমাদের এফসিভি গুলোকে সারা বাংলাদেশের মডেল এফসিভি হিসেবে গড়ে তুলব।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উপকূলীয় বন বিভাগের সীতাকুণ্ড রেঞ্জ কর্মকর্তা মোঃ কামাল হোসেন, চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সিএমও আবু তৈয়ব মোকলেছুর রহমান, চট্টগ্রাম উপকূলীয় বন বিভাগের সিএমও বাবলা মহাজনসহ বিভিন্ন এফসিভির সদস্যবৃন্দ। এ সময় অন্যান্য অতিথি ও এফসিভির সদস্যরা বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.