|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
পাঁচবিবি উপজেলা নবাগত চেয়ারম্যান শিখার দ্বায়িত্ব গ্রহন
প্রকাশের তারিখঃ ১২ জুন, ২০২৪
আজ বুধবার বিকেলে পাঁচবিবি উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান সাবেকুন্নাহার শিখার দায়িত্ব ভার গ্রহন।গত মঙ্গলবার রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ন কবীরের নিকট শপথ গ্রহন করেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত চেয়ারম্যান সাবেকুন নাহার শিখা। এসময় ভাইস চেয়ারম্যান আকরাম হোসেন তালুকদার ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান রেবেকা সুলতানাও শপথ গ্রহন করেন। আজ বিকেলে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার আরিফা সুলতানার উপস্থিতিতে পরিষদের বিদায়ী চেয়ারম্যান মনিরুল শহিদ মুন্না নবনির্বাচিত চেয়ারম্যান সাবেকুন নাহার শিখাকে দ্বায়িত্ব বুঝে দেন। একই সময় পরিষদের চেয়ারে বসে দেন ও কর্মচারিদের সঙ্গে পরিচয় করে দেন। এসময় উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলার সকল দপ্তর প্রধানগণ, সাংবাদিক ও এলাকার সুধীজনেরা উপস্থিত ছিলেন। নবনির্বাচিত চেয়ারম্যান মহদোয় দ্বায়িত্ব পেয়েই উপস্থিত সবাইকে নিয়ে ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম সভা করেন। গত ২১’মে দ্বিতীয় ধাপে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা পরিষদ নির্বাচনে ৩৮,৩০৯ ভোট পেয়ে দেশের একমাত্র সর্বকনিষ্ঠ নারী চেয়ারম্যান নির্বাচিত হন সাবেকুন নাহার শিখা।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.