|| ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে রজব, ১৪৪৬ হিজরি
কুড়িগ্রামে বিজিবির মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে
প্রকাশের তারিখঃ ১২ জুন, ২০২৪
বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির দায়েরকৃত চোরাচালানের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনের মামলায় কুড়িগ্রামের রাজিবপুর উপজেলা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিরন মোঃ ইলিয়াসকে গ্রেফতার করেছে রাজিবপুর থানা পুলিশ।
বুধবার (১২ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন রাজিবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশিকুর রহমান।
এর আগে দুপুরে তাকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সুত্র জানায়, ২০১২ সালে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে চেয়ারম্যানের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন বিজিবি। সেই মামলার ওয়ারেন্ট মুলে তাকে আজ গ্রেফতার করে রাজিবপুর থানা পুলিশ।
রাজিবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, ওয়ারেন্ট মুলে তাকে গ্রেফতার করা হয়েছে। দুপুরের পর তাকে কুড়িগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.