|| ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে রজব, ১৪৪৬ হিজরি
রাজারহাটে দেশের কন্ঠ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
প্রকাশের তারিখঃ ১১ জুন, ২০২৪
কুড়িগ্রামের রাজারহাটে মঙ্গলবার ১১জুন দুপুর ১২ঃ৩০
ঘটিকায় রাজারহাট উপজেলার ডাক বাংলো অডোটরিয়াম হল রুমে জাতীয় দৈনিক দেশের কন্ঠ পত্রিকার ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানের শুরুতে এক আলোচনা সভায় উপস্থিত আলোচকবৃন্দ দৈনিক দেশের কন্ঠ পত্রিকার দীর্ঘ ৭ বছর সাফল্যের সাথে পথ চলার ভূয়সী প্রশংসা করেন। সেই সাথে সংবাদ প্রচারে বস্তুনিষ্ঠ সংবাদ দেশের কন্ঠ পত্রিকার মাধ্যমে প্রকাশিত হবে সেই প্রত্যাশা করেন দেশের কন্ঠের রাজারহাট উপজেলা প্রতিনিধি হামিদুল ইসলামের নিকট। আলোচনা শেষে দেশের কন্ঠ পত্রিকার ৭ম বৎসর পূর্ণ করে ৮ম বর্ষ পদার্পনে কেক কেটে পালন করা হয়। উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান পিপিএম, উপজেলা আওয়ামীলীগে সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ, উপজেলার নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান অজয় কুমার সরকার, রাজারহাট উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন কুমার রায়,রাজারহাট বনিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সহ অন্যান্য অতিথিবৃন্দ। প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজারহাট মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রফিক। অনুষ্ঠানের সার্বিক তদারকি করেন রাজারহাট মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল হাকিম সবুজ,রাজারহাট মডেল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম আলম সবুজ,দপ্তর সম্পাদক জাকারিয়া খান বিটন,কার্যকরী সদস্য শফিকুল ইসলাম শফি, সদস্য শহিদুল ইসলাম বুলেট, সদস্য জয়ন্ত সরকার অঞ্জু। কুড়িগ্রামের নাগেশ্বরী দেশের কন্ঠ উপজেলা প্রতিনিধি মনিরুল ইসলাম প্রমুখ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.