|| ১৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ || ১৮ই জিলকদ, ১৪৪৬ হিজরি
বকশীগঞ্জে এলজিইডির প্রকল্পের নারী কর্মীদের মাঝে চেক ও সনদপত্র বিতরণ
প্রকাশের তারিখঃ ১১ জুন, ২০২৪
জামালপুরের বকশীগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীন আরইআরএমপি-৩ প্রকল্পের আওতায় নারী কর্মীদের সঞ্চিত অর্থের চেক ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১১ জুন) দুপুরে এলজিইডির উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের আয়োজনে বিভিন্ন ইউনিয়নের ৭০ জন নারী কর্মীকে তাদের নিজ নিজ সঞ্চয়ী জমাকৃত জনপ্রতি এক লাখ ২০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
চেক বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাত, এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. শামছুল হক, নির্বাহী প্রকৌশলীর প্রতিনিধি মো. ইব্রাহিম মিয়া, প্রকল্পের কমিউনিটি অর্গানাইজার আনোয়ার পারভেজ উপস্থিত ছিলেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.