|| ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে রজব, ১৪৪৬ হিজরি
পাঁচবিবিতে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলো ২০টি ভূমিহীন পরিবার
প্রকাশের তারিখঃ ১১ জুন, ২০২৪
ঈদুল আযহাকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন গৃহহীন পরিবারকে ৫ম পর্যায়ে (দ্বিতীয় ধাপ) জমি ও গৃহ-হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। আজ মঙ্গলবার সকালে পাঁচবিবি উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে সারাদেশে একযোগে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ সবুর আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল শহীদ মন্ডল মুন্না, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা,পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব,সহকারী কমিশনার ভূমি মোঃ বেলায়েত হোসেন ও মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমানসহ বিভিন্ন স্তরের সুশীল সমাজ প্রমুখ। শেষে উপজেলার ২০ জন ভূমিহীন পরিবারকে ২শতক জমির দলিলসহ ঘরের চাবি হস্তান্তর করা হয়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.