|| ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে রজব, ১৪৪৬ হিজরি
পাঁচবিবিতে” নবাগত এসি ল্যান্ড বেলায়েত হোসেন এর যোগদান
প্রকাশের তারিখঃ ১১ জুন, ২০২৪
জয়পুরহাটের পাঁচবিবির নবাগত উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মোঃ বেলায়েত হোসেন। আগের কমিশনার মোঃ মারুফ আফজাল রাজন চলতি মাসে বদল হয়ে অন্যত্র চলে গেলে সহকারি কমিশনারের পদটি শুণ্য হয়। গত ৬’জুন বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে বিদায়ী কমিশনার মারুফ আফজাল রাজন নবাগত পাঁচবিবি উপজেলা সহকারি কমিশনার মোঃ বেলায়েত হোসেনের হাতে দ্বায়িত্ব হস্তান্তর করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার সহ অন্য দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাঁচবিবি উপজেলার নতুন সহকারি কমিশনার মোঃ বেলায়েত হোসেন ৩৮’তম বিসিএস পরীক্ষায় (প্রশাসন ক্যাডার) চুড়ান্ত সুপারিশপ্রাপ্ত হন। ২০২১ সালে সহকারি কমিশনার হিসাবে প্রথমে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। তিনি রাজশাহী প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগে পড়ালেখা করেন। প্রশাসন ক্যাডারের এ কর্মকর্তা উত্তরের জেলা নীলফামারীর সৈয়দপুর উপজেলায় জন্মগ্রহন করেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.