|| ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে রজব, ১৪৪৬ হিজরি
সীতাকুণ্ডে ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন
প্রকাশের তারিখঃ ১০ জুন, ২০২৪
‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’-এই প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় চট্টগ্রামের সীতাকুণ্ডেও ভূমিসেবা সপ্তাহ-২৪ এর উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে সপ্তাহব্যাপী এই সেবা উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলাউদ্দিন।
গ্রাহক হয়রানি দূর করে সেবাকে মানুষের দৌড়গড়ায় পৌঁছে দেওয়ার জন্য ক্যাম্প করে সেবা বুথ চালু করা হয়। ওই বুথে অগ্রাধিকার ভিত্তিতে সেবাগ্রহীতারা ভূমি বিষয়ে নানা ধরনের পরামর্শ পাবেন এবং কী কী ভূমি সেবা আছে সে সম্পর্কেও জানতে পারবেন। এই সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলাউদ্দিন বলেন, এই সেবা সপ্তাহে নানা শ্রেণী-পেশার মানুষের কথা শুনেছি। মানুষের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করেছি। অধিকাংশ মানুষ সেবাই সন্তুষ্টি প্রকাশ করেছে। অনুষ্ঠান শেষে গ্রাহকদের হাতে নামজারী খতিয়ান তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ মোঃ হাবিবুল্লাহ্, সাংবাদিকবৃন্দ, ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ প্রমুখ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.