|| ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রমজান, ১৪৪৬ হিজরি
পাঁচবিবিতে শিক্ষকদের ৪ দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
প্রকাশের তারিখঃ ১০ জুন, ২০২৪
নতুন কারিকলামে সহজ উপায়ে শ্রেণী কক্ষে শিক্ষার্থীদের পাঠদানে মনোনিবেশ করার লক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আযোজনে সোমবার সকালে পাঁচবিবি লাল বিহারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় হলরুমে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফা সুলতানা। উপজেলা পর্যায়ে অনুষ্ঠিতব্য জীবন ও জীবিকা বিষয়ের শিক্ষকগণের পেশাগত কোর্সেস বিষয়ক ৫’দিন ও ডিজিটাল টেকনোলজি (প্রোগ্রামিং এন্ড নেটওয়াকিং) বিষয়ে ৪ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন হয়। উপজেলার সকল উচ্চ বিদ্যালয়, দাখিল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ২২৪ জন শিক্ষককে ১০’জন অভিজ্ঞ প্রশিক্ষক প্রশিক্ষণ দিবেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান খান, পাঁচবিবি নছির মন্ডল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমান উদ্দিন মন্ডল ও পাঁচবিবি লাল বিহারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ সেলিম রেজা সহ অনেকেই।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.