|| ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রমজান, ১৪৪৬ হিজরি
তাড়াইলে সিঁদ কেটে ঘুমন্ত মায়ের কোল থেকে শিশু চুরি
প্রকাশের তারিখঃ ১০ জুন, ২০২৪
কিশোরগঞ্জের তাড়াইলে রাতের আঁধারে ঘরে সিঁদ কেটে ঘুমন্ত অবস্থায় মায়ের কোল থেকে আড়াই মাস বয়সী, জুনায়েদ নামে একটি শিশু চুরির ঘটনা ঘটেছে।
সোমবার (১০ জুন) ভোর আনুমানিক ৪ টার দিকে উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের শাহবাগ পাঁচপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
জানা গেছে, শিশু জুনায়েদ মায়ের সাথে রাতে বসতঘরে ঘুমিয়ে ছিল। সোমবার (১০জুন) ভোর আনুমানিক ৪ টার দিকে ঘরের পিছন দিক থেকে সিঁদ কেটে শিশু জুনায়েদকে কে বা কাহারা চুরি করে নিয়ে যায়। এ ঘটনার খবর পেয়ে তাড়াইল থানা পুলিশের একাধিক দল শিশুটিকে উদ্ধারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান শুরু করেছে।
শিশু জুনায়েদের মা সানজিদা জানান, রাতে খাবারের পর একমাত্র ছেলে জুনায়েদকে নিয়ে ঘুমিয়ে পড়েন। রাত ৩ টার দিকে জুনায়েদের কান্নায় ঘুম ভেঙে গেলে নিজ বাচ্চাকে খাবার খাইয়ে ঘুমিয়ে পড়েন। ফজরের আযানের সময় তার ঘুম ভেঙে গেলে দেখতে পান পাশে থাকা শিশু জুনায়েদ নেই। তিনি ওঠে দেখেন দরজা খোলা এবং ঘরের পিছন দিকে সিঁদ কাটা। শিশু জুনায়েদের বাবা সাজ্জাদ হোসেন চট্টগ্রামের ফেনীতে তার বোনের বাড়িতে বেড়াতে যান, ঘটনার সময় তিনি সেখানেই ছিলেন।
ঘটনার সত্যতা স্বীকার করে তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর আলী আরিফ জানান, খবর পাওয়ার সাথে সাথেই আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। তাড়াইল থানার একাধিক দল শিশু জুনায়েদকে উদ্ধার করার জন্য কাজ করছে। থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.