|| ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে রমজান, ১৪৪৬ হিজরি
সীতাকুণ্ডে অবৈধ সেগুন কাঠ জব্দ
প্রকাশের তারিখঃ ৯ জুন, ২০২৪
চট্টগ্রামের সীতাকুণ্ডে অবৈধ সেগুন কাঠ বোঝাই একটি কাভার্ডভ্যান আটক করছে ফৌজদারহাট বিট কাম চেক স্টেশন। রবিবার (৯ জুন) সকাল সাড়ে ৭ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ফৌজদারহাট বিট কাম চেক স্টেশন অভিযান চালিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কদমরসূল এলাকা হতে বিপুল পরিমাণ সেগুন গোল কাঠ বোঝাই একটি মিনি কাভার্ডভ্যান আটক করে। যার রেজিঃ নং-ঢাকা মেট্টো ড-১৪-৫৩৬৪। এ বিষয়ে ফৌজদারহাট বিট কাম চেক স্টোশন কর্মকর্তা মোঃ মনজুরুল আলম চৌধুরী বলেন, আমরা আমাদের অফিসের সামনে কাভার্ডভ্যানটিকে সংকেত দিলে সংকেত অমান্য করে দ্রুতগতিতে টানতে থাকে পরে কাভার্ডভ্যানটির পিছনে কার দিয়ে ধাওয়া করি, এক পর্যায়ে কদমরসূল এলাকায় গাড়িটি রাস্তার পাশে রেখে পালিয়ে যায় পাচারকারীরা। কাভার্ডভ্যানটিতে সেগুন গোল কাঠ আছে যার আনুমানিক মূল্য প্রায় ৫ লক্ষ টাকা হতে পারে। অবৈধ সেগুন গোল কাঠ বোঝাই কাভার্ডভ্যানটি ফৌজদারহাট বিট কাম চেক স্টেশন হেফাজতে নিয়ে আসা হয়। এ ব্যাপারে বন মামলা দায়েরের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.