|| ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
ভূমিসহ গৃহ হস্তান্তর উদ্বোধন উপলক্ষে কুলিয়ারচরে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ৯ জুন, ২০২৪
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন-গৃহহীন পরিবারকে ৫ম পর্যায়ে (২য় ধাপ) ভূমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে কিশোরগঞ্জের কুলিয়ারচরে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ জুন) বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত প্রেস ব্রিফিং- এ বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আলম।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাকীন মাশরুর খান, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল-মামুন, উপজেলা প্রকল্প বাস্তব কর্মকর্তা মো. ওমর ফরুক, সালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কাইয়ুম, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মো. রফিক উদ্দিন, দৈনিক সমকাল প্রতিনিধি হারুন চৌধুরী, দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি মুহাম্মদ কাইসার হামিদ, ডেইলি ভয়েজ অব এশিয়া প্রতিনিধি আহমেদ ফারুক, বিজয় টিভি প্রতিনিধি মো. আনোয়ারুল হক আমান, দৈনিক আমাদের সময় প্রতিনিধি মো. নাঈমুজ্জামান নাঈম, দৈনিক ভোরের আওয়াজ প্রতিনিধি মুহাম্মদ কাইয়ুম হাসান, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি আলি হয়দার, দৈনিক বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি মুছাম্মৎ রোকেয়া আক্তার, দৈনিক খোলা কাগজ প্রতিনিধি মোছা. শরীফুন নেছা শুভ্রা, দৈনিক পূর্বকণ্ঠ নিজস্ব প্রতিবেদক শাহীন সুলতানা ও দৈনিক জাগো প্রতিদিন প্রতিনিধি মো. সবুজ মিয়া প্রমুখ।
প্রেস ব্রিফিং-এ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আলম তার বক্তব্যে বলেন, আগামী ১১ জুন সকাল ১১টায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে একযোগে আনুষ্ঠানিক ভাবে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ঘর হস্তান্তর করবেন। সারাদেশের ন্যায় কুলিয়ারচরেও উপকারভোগী ১২০টি পরিবারের মাঝে ঘর হস্তান্তর করা হবে।
এই নিয়ে কুলিয়ারচরে ২৬৩টি গৃহহীন ও ভূমিহীন পরিবার প্রধানমন্ত্রীর উপহার ঘর পাবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.