|| ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে রজব, ১৪৪৬ হিজরি
বকশীগঞ্জে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ৮ জুন, ২০২৪
জামালপুরের বকশীগঞ্জে “স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক ” প্রতিপাদ্য বিষয় নিয়ে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।
৮ জুন (শনিবার)উপজেলা ভূমি অফিসের উদ্যোগে দুপুর ১২ টায় এসিল্যান্ড কার্যালয় হতে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
পরে ভূমি সেবা নিয়ে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অহনা জিন্নাতের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা , বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান, উপজেলা পিআইও মো. মজনুর রহমান, মেরুরচর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিকুর রহমান সিদ্দিক , শিক্ষক নূর মোহাম্মদ, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, সাধুরপাড়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা শফি কামাল প্রমুখ।
ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে ৮ জুন থেকে ১৪ পর্যন্ত বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি হাতে নিয়েছে উপজেলা ভূমি অফিস।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.