|| ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রমজান, ১৪৪৬ হিজরি
জয়পুরহাটে আব্দুল মজিদ বুলু হত্যা মামলায় সিহাব হোসেন গ্রেফতার
প্রকাশের তারিখঃ ৮ জুন, ২০২৪
জয়পুরহাটে পাওনা টাকার জেরে আব্দুল মজিদ বুলু হত্যা মামলায় সিহাব হোসেন গ্রেফতার হয়েছে।
র্যাব-৫, সিপিসি-৩,জয়পুরহাটের চৌকস দল বৃহস্পতিবার দুপুরে নওগাঁ জেলার ধামুইরহাট থানার রূপনারায়নপুর এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার আসামী জয়পুরহাট সদর থানার (কেশবপুর) ক্যাশিয়াবাড়ী গ্রামের মোঃ রুমির পুত্র মোঃ সিহাব হেসেন (২৫)কে গ্রেফতার করে। এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গত ২৬ মে-২৪ তারিখে পাওনা টাকার জের ধরে ধৃত আসামী সিহাব হোসেনসহ আরো কয়েকজন জনৈক আব্দুল মজিদ বুলু কে জয়পুরহাট সদর থানার কাশিয়াবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নির্মানাধীন ওয়াশ রুমে নিয়ে গিয়ে
এলোপাথারীভাবে কিলঘুষি ও লাথি মেরে তার শরীরে বিভিন্ন জায়গায় ছিলাফুলা জখম করে। পরবর্তীতে আব্দুল মজিদ বুলু এর শারিরীক অবস্থার
অবনতি হলে তাকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করানো হলে রাতে তিনি মারা যান।
এ ঘটনায় মৃতের ছেলে আজাদ হোসেন বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় একটি মামলা দায়ের করেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.