|| ১৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ || ১৮ই জিলকদ, ১৪৪৬ হিজরি
প্রসাফ ফুলেল শুভেচ্ছায় বরণ করলেন ইউসুফ খাঁনকে
প্রকাশের তারিখঃ ৭ জুন, ২০২৪
সৌদীআরব প্রবাসী সাংবাদিক ফোরাম (প্রসাফ) প্রধান নির্বাহী সদস্য হিসেবে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নিলেন জাতীয় ইংরেজী দৈনিক দ্যা ডেইলি মর্নিং গ্লোরীর রিয়াদ প্রতিনিধি মুহাম্মদ ইউসুফ খাঁনকে। এ উপলক্ষে এক জরুরী সভার আয়োজন করেছিল সাংবাদিকদের মুখপাত্র এ সংগঠনটি।
সংগঠনের সভাপতি আর টিভির সৌদীআরব ব্যূরো চীফ মোঃ আবুল বশির এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সময় টিভির আরিফুল ইসলাম এর সঞ্চালনায় এতে মূল প্রতিপাদ্য বিষয় উপস্থাপন করেন সংগঠনটির সাধারণ সম্পাদক আরটিভির রিয়াদ প্রতিনিধি সোহরাব হোসেন লিটন। আলোচনায় অংশ নেয় যমুনা টিভির রিয়াদ প্রতিনিধি সেলিম উদ্দীন দিদার, বাংলা টিভির রিয়াদ প্রতিনিধি এ কে আজাদ তালুকদার লিটন, নিউজ ২৪ এর রিয়াদ প্রতিনিধি রুস্তম খাঁন, বাংলা লাইভ ২৪ এর শিহাব মোহাম্মদ শাহীন এবং ভার্চ্যূয়ালী যোগ দেয় ডিবিসির রিয়াদ প্রতিনিধি এস এইচ হেমায়েত, শাহজাহান সোহাগ প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে দ্যা ডেইলি মর্নিং গ্লোরীর রিয়াদ প্রতিনিধি মুহাম্মদ ইউসুফ খাঁনকে ফুল দিয়ে বরণসহ তাঁর ক্যারিশমেটিক নেতৃত্বে দক্ষতায় এ সংগঠনটি সমগ্র মধ্যপ্রাচ্যে আলোচিত সাংবাদিক সংগঠনগুলোর সেরা মর্যাদায় আসীন হবে বলে অভিমত ব্যক্ত করেন প্রসাফ নেতৃবৃন্দ।
সভায় সংগঠনের সভাপতি দেশে ছুটিতে যাচ্ছেন সে কারণে সংগঠনের সহ-সভাপতি সেলিম উদ্দীন দিদারকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্বভার অর্পন করেন সভাপতি মোঃ আবুল বশির।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.