|| ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে রজব, ১৪৪৬ হিজরি
৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ (৪র্থ ধাপ) ভোট কেন্দ্র পরিদর্শন-করলেন জেলা প্রশাসক শাকিল আহমেদ
প্রকাশের তারিখঃ ৫ জুন, ২০২৪
বুধবার ৫ই জুন দিনাজপুর জেলায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে ৪র্থ ধাপে ফুলবাড়ী,নবাবগঞ্জ ও পার্বতীপুর উপজেলা পরিষদের নির্বাচনী এলাকায় বিভিন্ন ভোট কেন্দ্রসমূহ ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন দিনাজপুর জেলা প্রশাসক জনাব শাকিল আহমেদ ও জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার জনাব শাহ ইফতেখার আহমেদ, পিপিএম (বার) মহোদয় ।
এসময় পুলিশ সুপার মহোদয় নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা ও ভোটারদের সাথে কথা বলেন। ভোটারগণও স্বতঃস্ফূর্তভাবে এবং নির্বিঘ্নে ভোট প্রদান করছেন মর্মে জানান। অবাধ ও সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে পুলিশ সুপার মহোদয় কেন্দ্রে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.