|| ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে রজব, ১৪৪৬ হিজরি
জেলা পর্যায়ে হিফজুল কুরআন ও সরল অনুবাদ প্রতিযোগীতায় হযরত খাজা কালুশাহ (রহঃ) হেফজখানার ৬ শিক্ষার্থীর সাফল্য
প্রকাশের তারিখঃ ৫ জুন, ২০২৪
তাজুশশরীয়াহ্ হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত চট্টগ্রাম জেলা পর্যায়ে হিফজুল কুরআন ও সরল অনুবাদ প্রতিযোগীতায় সীতাকুণ্ডের হযরত খাজা কালুশাহ (রহঃ) হেফজখানার ৬ শিক্ষার্থী সাফল্য অর্জন করেছেন। সাফল্যের স্বাক্ষর রাখা শিক্ষার্থীরা হলেন, রেজাউল মুস্তফা, মুহাম্মদ তাওসিফ, মুহাম্মদ ওয়ালিদ, আলী নূর মহিম, ইমাম হোসেন ও হাসান রিদুয়ান আলিফ। শনিবার (১ জুন) সকালে চট্টগ্রাম বন্দরস্থ আব্দুল মাবুদ সওদাগর হাট, (ঈশান মিস্ত্রির হাট) এস.এস.এ টাওয়ারে অনুষ্ঠিত এই প্রতিযোগীতায় বিভিন্ন ইভেন্ট হল ক. শুরু কিংবা শেষ ১০ পারা ধারাবাহিক বয়স-১০ বছর। (অনুর্ধ্ব-১২) খ. ২০ পারা ধারাবাহিক বয়স-১২ বছর। (অনুর্ধ্ব-১৫) গ. ৩০ পারা পূর্ণ হাফেজ বয়স ১৫ বছর। অনুর্ধ্ব-১৭ গ্রুপে হযরত খাজা কালুশাহ (রহঃ) সুন্নিয়া মাদ্রাসা ও হেফজখানার ৬ মেধাবী শিক্ষার্থী ধারবাহিকভাবে সাফল্য অর্জন করে। তারা বিভিন্ন ইভেন্টে জেলা পর্যায়ে অংশগ্রহণ করে ক্রেস্ট ও সার্টিফিকেট পেয়েছেন। এই ৬ মেধাবী শিক্ষার্থীর সাফল্যে হযরত খাজা কালুশাহ (রহঃ) সুন্নিয়া মাদ্রাসা ও হেফজখানাকে উচ্চশিখরে নিয়ে গেছেন বলে বিশ্বাস করেন শিক্ষক হাফেজ মুহাম্মদ মিছবাহ উদ্দীন। হযরত খাজা কালুশাহ (রহঃ) সুন্নিয়া মাদ্রাসা ও হেফজখানার শিক্ষক হাফেজ মুহাম্মদ ইব্রাহিম, হাফেজ মুহাম্মদ আরমান ও হাফেজ মুহাম্মদ মিছবাহ উদ্দীন শিক্ষার্থীদের ভবিষ্যতে আরো বড় সাফল্যের জন্য দোয়া চেয়েছেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.