|| ১৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ || ১৯শে জিলকদ, ১৪৪৬ হিজরি
জয়পুরহাট র্যাব সি-৫ কর্তৃক ৪৯৭ পিচ নেশার ট্যাবলেটসহ গ্রেপ্তার-১
প্রকাশের তারিখঃ ৫ জুন, ২০২৪
নওগাঁ জেলার বদলগাছিতে র্যাবের অভিযানের ৪৯৭ পিচ নেশার ট্যাবলেটসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
র্যাব-৫, সিপিসি-৩,জয়পুরহাটের ১টি চৌকস দল গত সোমবার রাতে নওগাঁ জেলার বদলগাছী থানার চাকলা এলাকায় অভিযান চালিয়ে উক্ত এলাকার বেলাল হোসেনের পুত্র মাদককারবারী ইলিয়াস হোসেন (২৮)কে তার দেহ তল্লাশি চালিয়ে ৪৯৭ পিচ ট্যাপেন্টাডলসহ গ্রেফতার করে। এ সময জয়পুরহাট সদর থানার দুর্গাদহ গ্রামের অপর আসামীশ্রী নয়ন (৩১) পালিয়ে যায়। আজ মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়,গ্রেফতারকৃত আসামী ইলিয়াস চিহ্নিত মাদক কারবারী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে পলাতক আসামী নয়ন এর মাধ্যমে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। এ ব্যাপারে বদলগাছি থানায় মাদক আইনে মামলা হয়েছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.