|| ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে রজব, ১৪৪৬ হিজরি
হাজার সমর্থকের শ্লোগান মূখরিত দাকোপের লাউডোব বাজারে আনারস প্রতিকের শেষ জনসভা
প্রকাশের তারিখঃ ৩ জুন, ২০২৪
আসন্ন ষষ্ঠ দাকোপ উপজেলা পরিষদ নির্বাচনে জন প্রিয়তার শীর্ষে থেকে আনারস প্রতিকের সমর্থনে আজ ৩ লা জুন সোমবার বিকালের দিকে দাকোপের লাউডোব বাজারে হাজারো সমর্থকের আনারস প্রতিকের পক্ষে শ্লোগানে মূখরিত নির্বাচনী জনসভা।
আসন্ন ৫ ই জুন সোমবার উপজেলা নির্বাচন কে সামনে রেখে শেষ মূহুর্তেে আনারস প্রতিকের শক্তির জানান দিয়ে,বিরোধী শিবিরে প্রতিদ্বন্দীতাপূর্ণ নির্বাচনের আভাস দিয়ে, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা আলহাজ্ব শেখ যুবরাজ এর, উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করার আহবান জানান,দাকোপ বাসীকে।এ সময় শেখ যুবরাজ ,বলেন, আসছে উপজেলা পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান প্রার্থী। আপনাদের স্নেহ, ভালোবাসা, দোয়া, মূল্যবান ভোট ও সার্বিক সহযোগিতা আমাকে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচিত করবেন। এছাড়াও দাকোপ উপজেলাকে একটি আধুনিক, উন্নত, সন্ত্রাস, মাদক, ইভটিজিং মুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলার সুযোগ দেবেন।
দাকোপের আওয়ামী রাজনীতির কর্নধর,সুখে দুঃখে দাকোপ বাসীর সাথে থেকেছেন,তৃণমূল থেকে উঠে আসা এই নেতা,দাকোপের উন্নয়ন ও মানবিক কাজে বিশেষ ভূমিকা পালন করেন। তাই জনগন তাকে বিমূখ করবে না,এমনটি বলছেন সমর্থকেরা।
বক্তৃতা করেন কৈলাশজ্ঞ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিহির কান্তি মন্ডল,, বাজুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মানস কুমার রায়,পানখালী ইউপি চেয়ারম্যান ছাব্বির আহম্মেদ,সাবেক চেয়ারম্যান সঞ্জয় মোড়ল, সাবেক চেয়ারম্যান সমারেশ রায় শেখ দৌলত সহ আরো অনেকে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.