|| ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে রজব, ১৪৪৬ হিজরি
সীতাকুণ্ডে গাঁজাসহ গ্রেপ্তার ১
প্রকাশের তারিখঃ ৩ জুন, ২০২৪
চট্টগ্রামের সীতাকুণ্ডে বাদশা মিয়া (৪০) নামে এক মাদক কারবারীকে তিন কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ। সোমবার (৩ জুন) ভোররাতে উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন কেডিএস ডিপোর উত্তর পাশ থেকে তাকে গ্রেপ্তার করে বারআউলিয়া হাইওয়ে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত বাদশা মিয়া হলেন, কক্সবাজার জেলার কক্সবাজার থানার দক্ষিণ চারাবুনিয়া গ্রামের আমির হামজার পুত্র। এ বিষয়ে বারআউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খোকন চন্দ্র ঘোষ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন কেডিএস ডিপোর উত্তর পাশ থেকে এক মাদক কারবারীকে আটক করা হয়। স্বীকারোক্তি অনুযায়ী তার কাছ থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.