|| ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রমজান, ১৪৪৬ হিজরি
চাকরির বয়সসীমা ৩৫ এর দাবিতে চাঁদপুরে মানববন্ধন এর ডাক
প্রকাশের তারিখঃ ৩ জুন, ২০২৪
আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সরকারি চাকরিতে আবেদন এর বয়সসীমা স্থায়ীভাবে ৩৫ এবং আন্দোলন কারী শিক্ষার্থীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও দ্রুত প্রজ্ঞাপন এর দাবিতে মানববন্ধন এর ডাক দিয়েছে চাঁদপুরস্থ ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদ। আগামী ৫ জুন ২০২৪ ইং রোজ: বুধবার বিকাল তিন ঘটিকায় চাঁদপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। এ লক্ষ্যে গত ৩ জুন চাঁদপুর সদর মডেল থানা থেকে অনুমতি পত্র ও সহযোগিতা চেয়ে একটি আবেদন পত্র দেওয়া হয়েছে।
মানববন্ধন কর্মসূচি সফল করতে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে প্রচার-প্রচারণা শুরু হয়েছে।
উল্লেখ, দীর্ঘদিন যাবত চাকরিতে প্রবেশের বয়স সীমা বৃদ্ধির জন্য শিক্ষার্থীরা রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে শিক্ষা মন্ত্রী সহ ৫০ জন সংসদ সদস্য যৌক্তিক দাবির পক্ষে সুপারিশ করেন। তার অংশ হিসেবে আগামী বুধবার চাঁদপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.